Sunday, May 22

এবার আইফোন দিয়ে মাছ ধরবেন! (ভিডিও)


কানাইঘাট নিউজ ডেস্ক:: মাছ ধরতে আর পোকা-মাকড়, ময়দা, কেঁচো অথবা চারার টোপ লাগবে না। এবার মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করবেন আইফোন। শুনে হয়তো ভাবছেন পাগলের প্রলাপ। মাছ ধরার সঙ্গে আইফোনের কী সম্পর্ক! মানুষ আইফোনের টোপ গিলতে পারে কিন্তু তাই বলে মাছকে আইফোন! শুনতে আবাক লাগলেও মানুষের মতো মাছও গিললো আইফোনের টোপ। How Rediculous একটি স্টান্ট গ্রুপ। এদের একজন সদস্যের আইফোন খারাপ হয়ে যাওয়ায় তার মাথায় আসে এক উদ্ভট বুদ্ধি। সে ছিপের মাথায় আইফোন আটকে জলে ফেলে দেখতে চায় এই টোপ মাছ খায় কি না। সবাইকে অবাক করে মাছ সেই টোপ খায় এবং ওই সদস্যের ছিপে উঠে আসে রীতিমতো বড় মাপের একটি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়