Wednesday, May 4

গুজরাটকে সহজেই হারালো দিল্লি


কানাইঘাট নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) মঙ্গলবার রাতের একমাত্র ম্যাচে নবম আসরের নতুন দল গুজরাট লায়ন্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস। রাজকোটে গুজরাটের দেয়া ১৪৯ রানের মাঝারি টার্গেট ইনিংসের ১৬ বল হাতে রেখেই টপকে যায় দিল্লি(১৫০)। এদিন ব্যাট হাতে আলো ছড়িয়ে দিল্লিকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান দুই ওপেনার কুইনটন ডি কক এবং রিশাভ পান্ট। আফ্রিকা থেকে উড়ে আসা ডি কক ৪৬ রানে ফিরলেও রিশাভ তুলে নেন দারুণ এক হাফ সেঞ্চুরি। রবিন্দ্র জাদেজার শিকারে পরিণত হওয়ার আগে ৯টি চার ও ২ ছক্কায় নিজের নামের পাশে জমা করেন ৬৯ রান। যার কারণে ম্যাচ শেষে সেরা খেলোয়াড় এবং সর্বাধিক ছক্কা মারার দুটি পুরস্কারই ওঠে বাঁ-হাতি এ ওপেনারের হাতে। এর আগে টসে জিতে সুরেশ রায়নার গুজরাট লায়ন্সকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লির অধিনায়ক জহির খান। নির্ধারিত ২০ ওভার থেকে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি পায় গুজরাট। দলের পক্ষে দিনেশ কার্তিক সর্বোচ্চ ৫৩ এবং রবিন্দ্র জাদেজা অপরাজিত ৩৬ রান করেন। এদিন গুজরাট দলপতি সুরেশ রায়না সহ প্রথম সারির চার ব্যাটসম্যানই ছিলেন ব্যর্থ। এ ম্যাচে জয়ের ফলে দিল্লির পয়েন্ট বেড়ে দাঁড়ালো ১০। ৭ ম্যাচের ৫টিতে জিতেছে তারা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন ২ নম্বরে। অন্যদিকে হেরেও শীর্ষস্থান অক্ষুণ্ন আছে গুজরাট লায়ন্সের। ৯ ম্যাচের ৬টিতে জিতে তাদের পয়েন্ট ১২। আজ বুধবারের একমাত্র ম্যাচে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে তিন-এ থাকা কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়