কানাইঘাট নিউজ ডেস্ক : সারাদেশে চতুর্থ ধাপে ৪৭ জেলার ৮৮ উপজেলার ৭০৩ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে আজ শনিবার। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এ সময় কেন্দ্র দখল, ব্যালটবাক্স ছিনতাই ও জোর করে সিল মারার অপরাধে অনেক কেন্দ্র স্থগিত করেছেন স্ব স্ব রিটার্নিং অফিসার।
প্রতিনিধিদের পাঠানো তথ্য:
কুমিল্লা : ভোটের আগেই ব্যালট পেপারে সিল দেয়ার অভিযোগে কুমিল্লায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
জামালপুর : ভোটগ্রহণ শুরুর আগেই ব্যালটবক্সে সিল মারা ব্যালট পেপার নিয়ে কেন্দ্রে ঢোকার সময় দুই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। এ জন্য ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
দিনাজপুরে : ভোট জালিয়াতি ও কেন্দ্র দখল নিয়ে জেলার বেলাইচণ্ডী ই্উনিয়নের ৮নং ওয়ার্ডের কৈকুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র স্থগিত করা হয়েছে। এছাড়া ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটায় জেলার পার্বতীপুরের একটি ইউনিয়নে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়েছে।
নোয়াখালী : ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ৮টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে প্রিজাইডিং অফিসাররা। কেন্দ্রগুলো হলো-বজরা ইউনিয়নের বগাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলমুদ দারুল উলুম মাদরাসা, নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়াগ ইউনিয়নের বাওরকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, অম্বরনগর ইউনিয়নের অম্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর ইউনিয়নের মেরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাষীরহাট ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
কিশোরগঞ্জ : ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের খালখাড়া কোনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
লক্ষ্মীপুর : জোরপূর্বক কেন্দ্রে ঢুকে জালভোট দেয়ার অভিযোগে সদর উপজেলার ৮নং ওয়ার্ড কালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়পুর (লক্ষ্মীপুর): প্রকাশ্যে জাল ভোট প্রদান ও ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের কারণে ৬ নং কেরোয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মানসুরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করেন বিচারিক হাকিম মো. মোশারফ হোসেন। এসময় ৬ পোলিং এজেন্টকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়