Thursday, May 19

অল্প বয়সেই ধনী হতে চাইলে...

১. আয় সম্পর্কে নতুন করে চিন্তা করুন
আয় না বাড়ালে ধনী হওয়া একপ্রকার অসম্ভব। তাই অল্প বয়সেই ধনী হতে চাইলে আয় বৃদ্ধির নানা উপায় জেনে নিতে হবে। সব সময় আয়ের নানা সুযোগ সম্পর্কে খবর রাখতে হবে। ভালো সুযোগ পাওয়া গেলে তা আঁকড়ে ধরতে হবে। কঠোর পরিশ্রম করে নিজের উপার্জন বাড়াতে হবে।
২. বিনিয়োগের জন্য সঞ্চয়
আর্থিক সক্ষমতা তৈরির জন্য সঞ্চয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে এ অর্থ শুধু গচ্ছিত রাখলেই হবে না, প্রয়োজনে যথাযথভাবে তা বিনিয়োগ করাও শিখতে হবে। আর এভাবে সঞ্চয় থেকে বিনিয়োগ করে নিজের আর্থিক ক্ষমতা তৈরি করতে হবে। পরবর্তীতে এ সক্ষমতা আরও বাড়ানোর জন্য সচেষ্ট থাকতে হবে।
৩. নিজেই সিদ্ধান্ত নিন
আর্থিক বিষয়ে অন্যের মুখাপেক্ষি থাকলে তা কোনো সুফল বয়ে আনবে না। এক্ষেত্রে আপনি অর্থ উপায়ের জন্য পরিশ্রম, বিনিয়োগ কিংবা সঞ্চয় যাই করুন না কেন, এজন্য নিজেই সিদ্ধান্ত নিন। প্রতিদিন আর্থিক নানা বিষয়ে পড়াশোনা করুন ও চোখকান খোলা রেখে বাস্তববাদী হয়ে উঠুন।
৪. মানুষের সঙ্গে কথা বলা শিখুন
ধনী হতে চাইলে নানা কাজে সর্বদা আপনার বহু মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে এবং যোগাযোগ করতে হবে। তাই বহু মানুষের সঙ্গে কিভাবে ভালোভাবে কথা বলতে হয় তা শিখে নিন।
৫. ব্যর্থতায় হতাশা নয়
জীবনে চলার পথে নানা ধরনের ব্যর্থতা আসবেই। বিভিন্ন প্রকল্পের মাঝে কয়েকটি ব্যর্থ হতেই পারে। সেজন্য হতাশ না হয়ে পূর্ণ উদ্যমে আবার কাজে ঝাপিয়ে পড়তে হবে।
৬. ঝুঁকি নিন
ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না। যে কাজগুলোতে ঝুঁকি বেশি, সে কাজগুলোতে সফল হওয়ার সম্ভাবনাও বেশি। তবে কঠোর পরিশ্রম ও একান্ত প্রচেষ্টার মাধ্যমে ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা যায়। আর এভাবে জীবনে সফলতাও পাওয়া যায়।
--ওয়েবসাইট অবলম্বনে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়