সিলেট, রবিবার, ২৬ মে ২০১৬ :: ব্যয় সংকুচনের কথা বলে বাংলাদেশ থেকে বৃটিশ ভিসা প্রসেসিং সেন্টার ভারতে স্থানান্তর করে এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে বৃটিশ সরকার। বৃটিশ হাইকমিশন অফিস ঢাকায় রয়েছে, সেখানে সকল প্রকার কার্যক্রম চলছে অথচ শুধুমাত্র ভিসার জন্য নয়া দিল্লী যেতে হচ্ছে বাংলাদেশের আবেদনকারীদের। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জনগণের সাথে কোন দেশের এধরনের বিমাতা সুলভ আচরণ কোন ভাবে কাম্য নয়। ভারতে বৃটিশ ভিসার যেতে হলে ভারতের ভিসাসহ আনুষাঙ্গিক অনেক খরচ বেড়ে যায় একজন আবেদনকারীর। বৃটেন তাদের স্বার্থ বুঝলেও বাংলাদেশের মানুষের দু:খ-দুর্দশা বুঝে না। তাই অবিলম্বে বৃটিশ ভিসা প্রসেসিং সেন্টার ভারত থেকে পুণরায় বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সিলেটের জনগণ। রবিবার সিলেট ডেপলাপমেন্ট কাউন্সিল আয়োজিত ৫দিন ব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচীর ৩য় দিনে নগরীর মদিনা মার্কেট এলাকায় এসডিসির নেতৃবৃন্দ একথাগুলো বলেন।
গণস্বাক্ষর কর্মসূচীতে স্কুল-কলেজ, মাদরাসা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবি, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ দলমত নির্বিশেষে সিলেটের বিপুল সংখ্যক জনতা স্বেচ্ছায় গণস্বাক্ষর কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
এসডিসির মহানগর কমিটির আহŸায়ক মো. আব্দুর রহিম তালুকদারের পরিচালনায় গণস্বাক্ষর কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার, ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী স্নেহাংষু ভট্টাচার্য সন্টু, এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারী আব্দুল জলিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন খান, দপ্তর সম্পাদক নাছির আহমদ খান, ১০নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন সাহাবুল, ৮নং ওয়ার্ডের সভাপতি সিরাজ খান, ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি জালাল উদ্দিন, ৯নং ওয়ার্ডের সভাপতি স্বপন দাস।
গণস্বাক্ষর কর্মসূচী চলাকালে এসডিসির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এসডিসির উপদেষ্টা মন্ডলীর সদস্য সেলিম আহমদ চৌধুরী, কার্যকরী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, নির্বাহী সদস্য জাবেদুল ইসলাম দিদার, ৫নং ওয়ার্ড কমিটির সভাপতি মিনু খান, ১৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মালেক, কার্যকরী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন শামীম ও ক্রীড়া সম্পাদক আমীন তাহমিদ, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ সায়েম, প্রচার সম্পাদক হাফিজুর রহমান টিটু, ৬নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক বীরেন্দ্র কুমার নাথ, এসডিসির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার আলী আকবর তারেক, ৫নং ওয়ার্ডের নির্বাহী সদস্য তুতিন মিয়া, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক হায়দার আলী সেলিম, ৭নং ওয়ার্ডের নির্বাহী সদস্য শহিদুর রহমান শহিদ ও মহরম আলী মিন্টু মিয়া ও ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আনোয়ার আহমদ প্রমুখ। গণস্বাক্ষর কর্মসূচী চলাকালে মদিনা মার্কেটস্থ হক ম্যানশনের ব্যবসায়ীবৃন্দ ও মার্কেট কমিটি কর্মসূচী পালনে করতে সহায়তা করেন। ৱ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়