Sunday, May 29

প্রধানমন্ত্রীর উপহার ‍‌"বীর নিবাস" পেল কানাইঘাটের চার অসহায় মুক্তিযোদ্ধা


নিজস্ব প্রতিবেদক: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ট সন্তান। তাদের ত্যাগের বিনিময়ে প্রিয় জন্ম ভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা মুখী যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন। মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থানের ব্যবস্থা এবং তাদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হয়েছে। তিনি রবিবার বিকেল ২টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য কানাইঘাটের ৪ জন বীর মুক্তিযোদ্ধাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ৪০ লক্ষ টাকা ব্যয়ে বাস ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও উপহার স্বরূপ ‘বীর নিবাস’ এর চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নাজমুল হকের সভাপতিত্বে ও কন্ট্রাক্টর সেলিম চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা জাপার সিনিয়র সহ সভাপতি আব্দুশ শহিদ লস্কর বশির, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, উপজেলা জাপার সভাপতি আলা উদ্দিন মামুন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়