Tuesday, May 3

৩১৯০ টাকায় স্মার্টফোন আনলো বাংলালিংক


আইটি ডেস্ক: মাত্র ৩১৯০ টাকায় স্মার্টফোন আনলো বাংলালিংক। হ্যান্ডসেটটি সিম্ফোনির তৈরি। মডেল ‘সিম্ফোনি রোর ই৭৯’। ফোনটির সঙ্গে বাংলালিংক দিচ্ছে ১,৫০০ টাকা মূল্যের আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল। সম্প্রতি গুলশানের বাংলালিংকের হেডকোয়ার্টার টাইগার্স ডেনে স্মার্টফোনটি অবমুক্ত করা হয়। এসময় বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ, সিম্ফোনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডুয়েল কোর প্রসেসরের এই ফোনটি ৪ ইঞ্চি ডিসপ্লের। এতে আছে ৫১২ মেগাবাইট র‌্যাম। বিল্টইন মেমোরি ৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো যাবে। ফোনটির ব্যাটারি ১৪০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। ফোনটির ফ্রন্টে আছে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেলের। গ্রাহকরা ফোনটি কিনে ইন্টারনেট অফার পেতে হলে ‘roar79’লিখে ৪৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এই বান্ডেলে থাকছে ৩ মাসে মোট ৬ জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। অফারের প্রথম মাসে গ্রাহকরা পাবেন বিনামূল্যে ২ জিবি ইন্টারনেট ব্যবহার সুবিধা। যার মেয়াদ ৩০ দিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়