Saturday, May 7

ইন্দোনেশিয়ায় উড়ন্ত বিমানে ঝাঁকুনি, আহত ১৭


কানাইঘাট নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার আকাশে ফের উড়ন্ত বিমান ঝাঁকুনির শিকার হয়েছে। এতে আহত হয়েছেন ১৭ জন। শনিবার হংকং এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঝাঁকুনির শিকার হয়। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়, ফ্লাইটটি ইন্দোনেশিয়ার বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের এক ঘণ্টার মধ্যে ঝাঁকুনির শিকার হয়। পরে বিমানবন্দরে বিমানটি অবতরণ করতে বাধ্য হয়। দুর্ঘটনায় আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া অন্যরা সামান্য পরিমাণ আহত হওয়ায় এয়ারপোর্টের ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে, ৪ মে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে টার্বুল্যান্সের শিকার হয় ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট। এতে আহত হন ফ্লাইটটির ৩০ জন যাত্রী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়