Friday, April 1

মেসির সঙ্গে খেলা মাঝেমধ্যে কঠিন: তেভেজ

মেসির সঙ্গে খেলা মাঝেমধ্যে কঠিন: তেভেজ

কানাইঘাট নিউজি ডেস্ক: লিওনেল মেসির সঙ্গে খেলা মাঝেমধ্যে কঠিন হয়ে পড়ে বলে মনে করছেন আর্জেন্টিনা দলের সতীর্থ কার্লোস তেভেজ।

মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে তেভেজ বলেন, 'সাধারণত মেসির সঙ্গে খেলা সহজ'। কিন্তু কখনও কখনও এটা খুব কঠিন হতে পারে। কারণ, আমরা সবাই ফুটবল খেলি আর সে সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলে'।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা ফরোয়ার্ড অারো বলেন, তার (মেসির) সবকিছুই একদম স্বাভাবিকভাবে আসে।

সম্প্রতি শেষ হওয়া চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের আর্জেন্টিনা দলে ছিলেন না তেভেজ। তবে আবার দলে ফিরতে পারবেন বলে আশা করেন বোকা জুনিয়র্সের এই ফরোয়ার্ড।

'আমি মনে করি, আর্জেন্টিনার কোপা আমেরিকার দলে থাকার ৫০ শতাংশ সম্ভাবনা আছে আমার'। আবার আর্জেন্টিনার জার্সি গায়ে তুলতে হলে আমাকে শতভাগ দিতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়