
সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রোল ফিলিং স্টেশনে হামলা ও
লুটপাটের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সিলেট বিভাগে
পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন ও ট্যাংক লরি ধর্মঘট আহ্বান করা
হয়েছে। সিলেট বিভাগ সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি
জুবায়ের আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পেট্রোল পাম্পে হামলার ঘটনায় তারা সোমবার সন্ধ্যায় দক্ষিণ
সুরমা থানায় মামলা দায়ের করতে যান। কিন্তু, থানার ওসি আসামীদের নামের
তালিকা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ
ফলিকের নাম বাদ দিতে বলেন। থানা মামলা গ্রহণ না করায় তারা এ ধর্মঘট ডাকতে
বাধ্য হয়েছেন বলে জানান জুবায়ের।
প্রসঙ্গত, গাড়িতে গ্যাস লোড নিয়ে কথা কাটাকাটির জের ধরে সোমবার বেলা
৩টার দিকে দক্ষিণ সুরমার দাউদপুর বাইপাসস্থ সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রোল
ফিলিং স্টেশনের এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়