Thursday, April 21

জৈন্তাপুরের ৬টি ইউনিয়নে নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী


জৈন্তাপুর প্রতিনিধি : ॥ আগামী ২৩ এপ্রিল শনিবার তৃতীয় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ৬টি ইউনিয়নে ত্রিমুখী নির্বাচনে ঝড় বইছে। কাক ডাকা ভোর হতে মধ্য রাত পর্যন্ত চলছে গণ সংযোগ, প্রচার ও প্রচারনা এবং ভোটারদের সাথে শেষ সাক্ষাৎ। প্রার্থীদের পাশাপাশি প্রচারণা, গণসংযোগে রয়েছে নিজ নিজ দলরে নেতাকর্মী ও সমর্থকেরা। প্রথম বারের মত দলীয় প্রতিকে নির্বাচনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কোন অংশে কমতি নেই। আফিস আদালত হাট বাজার পান দোকান, চা-হোটেলগুলোতে। এককথায় গোটা উপজেলা জুড়ে নির্বাচন কেন্দ্রিক আলোচনা ও সমালোচনা। কে জিতবে আর কে হারবে এ নিয়ে প্রাথীদের পক্ষে বিপক্ষে সাধারনের পাশাপাশি কর্মী সমর্থক ও সাধারণ ভোটাররা হিসাব নিকাশ করছেন। ভোটারদের মতামতে ১নং নিজপাট ইউনিয়নে আলোচনায় রয়েছেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক নিজপাট ইউপির চেয়ারম্যান মুখলিছুর রহমান দৌলার সুযোগ্য সন্তান আওয়ামীলীগ মনোনিত তথা নৌকা মার্কা প্রার্থী মঞ্জুর এলাহী সম্রাট। বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ইন্তাজ আলী। অপরদিকে সমান তালে এগিয়ে রয়েছেন তরুন ব্যবসায়ী সতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা প্রতিকে আলহাজ্ব কবির আহমদ। তাই এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১৮৪৩৪ ভোটের মধ্যে হাড্ডা-হাড্ডী লড়াই করবেন এ তিন প্রার্থী। ভোটারদের মতামতে ২নং জৈন্তাপুর ইউনিয়নে আলোচনায় রয়েছেন বিএনপি মনোনিত ধানেরশীষের প্রতিকের প্রার্থী মোঃ আলমগীর হোসেন। পাশাপাশি আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী এখলাছুর রহমান এবং কোন অংশে পিছিয়ে নেই সতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার তরুন ব্যবসায়ী ফখরুল ইসলাম। তাই এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১৬৫৬৫ ভোটের মধ্যে হাড্ডা-হাড্ডী লড়াই করবেন এ তিন প্রার্থী। ভোটারদের মতামতে ৩নং চারিকাটা ইউনিয়নে আলোচনায় রয়েছেন আওয়ামীলীগ ও বিএনপি মনোনিত প্রার্থীদের পিছনে ফেলে এগিয়ে রয়েছেন আনারস মার্কার সতন্ত্র প্রার্থী শাহ আলম চৌধুরী তোফায়েল। অপরদিকে এ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী মোঃ আইয়ুব আলী, পাশাপাশি অবস্থানে রয়েছে আওয়ামীলীগ টেলিফোন মার্কার বিদ্রোহী প্রার্থী এম.এ.হক। তাই এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১২৭২০ ভোটের মধ্যে হাড্ডা-হাড্ডী লড়াই করবেন এ তিন প্রার্থী। ভোটারদের মতামতে ৪নং দরবস্ত ইউনিয়নে আলোচনায় রয়েছেন ২বারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী কামাল আহমদ। তার পাশাপাশি অবস্থানে রয়েছে বিএনপি মনোনিত ধানেরশীষের প্রার্থী বাহারুল আলম বাহার। এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ২৪৮৯৮ ভোটের মধ্যে হাড্ডা-হাড্ডী লড়াই করবেন এ দুই প্রার্থী। ভোটারদের মতামতে ৫নং ফতেহপুর ইউনিয়নে আলোচনায় রয়েছেন বিএনপি মনোনিত ধানেরশীষের প্রার্থী মোঃ আব্দুর রশিদ। তার পাশাপাশি অবস্থান করেছেন আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী মোঃ রফিক আহমদ। কোন অংশে প্রচারনায় ও ভোটযুদ্ধে এগিয়ে রয়েছেন আওয়ামীলীগ আনারস মার্কার বিদ্রোহী প্রার্থী হানিফ মোহাম্মদ। তাই এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১৪১২৬ ভোটের মধ্যে হাড্ডা-হাড্ডী লড়াই করবেন এ তিন প্রার্থী। ভোটারদের মতামতে ৬নং চিকনাগুল ইউনিয়নে আলোচনায় রয়েছেন বিএনপি মনোনিত ধানেরশীষ মার্কার প্রার্থী এবিএম জাকারিয়া। কোন অংশে পিছিয়ে নেই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার প্রার্থী আমিনুর রশিদ। অপরদিকে আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী মোঃ আলী আহমদ ও পিছিয়ে নেই। তাই এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১৩৪৬৭ ভোটের মধ্যে হাড্ডা-হাড্ডী লড়াই করবেন এ তিন প্রার্থী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়