Thursday, April 28

ব্যাট হাতে আবারো ব্যর্থ সাকিব


কানাইঘাট নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) রান খরা কাটছে না সাকিব আল হাসানের। এ নিয়ে টানা তিন ম্যাচেই দুই অঙ্কের কোটায় পৌঁছাতে ব্যর্থ হন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আসরের চতুর্থ ম্যাচ খেলতে নেমে মাত্র ছয় রান করে সাজঘরে ফিরে যান সাকিব। চার বলে ছয় রানের এই ইনিংসে অবশ্য একটি বাউন্ডারির মার ছিল। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকেননি তিনি। হার্দিক পান্ডের বলে উইকেটের পেছনে পার্থিব প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই বাঁ-হাতি অলরাউন্ডার। এই আসরের প্রথম দুই ম্যাচে উপেক্ষিত ছিলেন সাকিব, একাদশেই জায়গা হয়নি তাঁর। পরে দলে সুযোগ পেলেও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যক্তিগত প্রথম ম্যাচে ব্যাট করতে নামতে হয়নি তাঁকে। পরের তিন ম্যাচে তিনি যথাক্রমে ১১, ৩ ও ৪ রান করছেন। আর একটি মাত্র উইকেট পেয়েছেন আগের ম্যাচে পুনের বিপক্ষে। অবশ্য ২০১১ সালে কেকেআরে যোগ দেওয়ার পর দলের দুটি শিরোপা জয়ের পেছনেও বড় অবদান রেখেছিলেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। কলকাতা ২০১২ সালে জিতেছিল প্রথম শিরোপা। ২০১৪ সালে দ্বিতীয়বার আইপিএলের ট্রফি জিতেছিল কলকাতা। দুবারই দলের শিরোপা জয়ের পেছনে ভালো অবদান রেখেছিলেন সাকিব। ফলে টানা ষষ্ঠবারের মতো দলটির জার্সি গায়ে খেলছেন এই বাঁ-হাতি ক্রিকেটার। এর আগে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলের পাঁচটি আসরে ৩২টি ম্যাচ খেলে সাকিব করেছেন ৩৮৩ রান। বল হাতে নিয়েছেন ৩৮টি উইকেট। আর দুবার জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। সেই সাকিব এবার অনেকটাই নিষ্প্রভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়