কানাইঘাট নিউজ ডেস্ক:
বার্সেলোনার জার্সি গায়ে ২০০৮ সাল থেকে একসঙ্গে খেলছেন লিওনেল মেসি ও দানি আলভেজ। ফুটবল মাঠে দলের জয়ের জন্য দুজনই লড়েন কাঁধে কাঁধ মিলিয়ে। গত আট বছরে দুজনের বন্ধুত্বও বেশ জমে উঠেছে। কিন্তু এবার মাঠের বাইরে ভিন্ন এক লড়াইয়ে নেমেছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের এ দুই ফুটবলার।
সম্প্রতি বার্সেলোনায় একটি ব্রাজিলিয়ান রেস্টুরেন্ট খুলেছেন আলভেজ। সেটা আরো বড় করার পরিকল্পনাও আছে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের। কিন্তু এখানে তাঁর শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছেন মেসি। আলভেজের খাবারের দোকানের খুব কাছেই আরেকটি রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা। দুই দোকানের দূরত্ব হবে হাঁটা পথে পাঁচ মিনিট। ফলে মানুষকে আকৃষ্ট করার ক্ষেত্রে বেশ জমে উঠবে মেসি-আলভেজের লড়াই।
ফুটবল মাঠে অবশ্য দারুণ জমে মেসি-আলভেজ জুটি। রাইট ব্যাক হিসেবে খেললেও প্রায়ই মেসির গোলে নেপথ্য অবদান রাখেন আলভেজ। বার্সেলোনার জার্সি গায়ে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের পাস থেকে বল পেয়েই সবচেয়ে বেশি, ৪২টি গোল করেছেন মেসি। ৩৩টি গোল করেছেন আন্দ্রেস ইনিয়েস্তার পাস থেকে বল পেয়ে।
২০০৮ সাল থেকে মেসি-আলভেজ একসঙ্গে জিতেছেন পাঁচটি লা লিগা, তিনটি করে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন তিনবার করে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়