Wednesday, April 6

কানাইঘাটে ডাকাতদের হামলায় সরকারী কর্মকর্তাসহ তার স্ত্রী গুরুতর আহত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পূর্ব দিঘীরপাড় ইউপির সর্দারমাটি গ্রামে দুর্বৃত্তদের হামলায় এক সরকারী কর্মকর্তা সহ তার স্ত্রী গুরুতর আহতের খবর পাওয়া গেছে। আহত সরকারী কর্মকর্তা বদরুল হক জানিয়েছেন, ডাকাতদের হামলায় তিনি সহ তার স্ত্রী আহত হয়েছেন। আহত এ দু’জনকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় ৫/৬ জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত চক্র জৈন্তাপুর ভূমি অফিসের কর্মকর্তা সর্দারমাটি গ্রামের মৃত বশির উদ্দিনের পুত্র বদরুল হকের পাকা বসত ঘরের কলাপসিবল গেইট এবং বসত ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা বের করে দেওয়ার জন্য বদরুল হককে বলে। তিনি টাকা পয়সা দিতে অপারগতা প্রকাশ করায় দুর্বৃত্ত চক্র তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পাশবর্তী কক্ষে দুর্বৃত্তরা হানা দিয়ে বদরুল হকের স্ত্রী আলেয়া বেগমকে রড দিয়ে পিটিয়ে আহত করে। আহতদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুবৃত্তরা কিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে ঐ দিন রাতে ডিউটিরত থানার এএসআই তুলা মিয়া ঘটনাস্থলেই গিয়ে গুরুতর আহত বদরুল হক ও তার স্ত্রী আলেয়া বেগমকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরন করেন। গুরুতর আহত বদরুল হক জানিয়েছেন, ডাকাতরা তার বাড়ীতে হানা দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। অপরদিকে এএসআই তোলা মিয়া জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে থানায় এ ব্যাপারে গতকাল পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়