Monday, April 18

কানাইঘাটে ৬৭টি মহিষকে কুপিয়ে রক্তাক্ত জখম


</নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে গবাদি পশুর উপর অমানবিক বর্বরতারজনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার ও শুক্রবার গভীর রাতে উপজেলার ৭নং বানীগ্রাম ইউপির নয়াগ্রাম ও দলইকান্দি গ্রামের ৪টি বাতানে হানা দিয়ে ৬৭টি মহিষকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ধারালো অস্ত্র ও সেলের ঝাঁটা দিয়ে মহিষের উপর নির্দয় ভাবে আঘাত করে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকটি মহিষ বর্তমানে মৃত্যুর সথে লড়ছে। পশুর উপর এ ধরণের অমানবিক ঘটনায় হতবাক হয়ে পড়েছেন এলাকার মানুষ। এ ধরনের জঘন্য ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় লোকজনদের কাছ থেকে জানা গেছে, দলইকান্দি ও নয়াগ্রাম হাওর এলাকা দিয়ে মাদক বিক্রেতারা প্রায়ই মাদক আনা নেওয়া করত। সম্প্রতি দলইকান্দি গ্রামের কয়েকজন মহিষ রাখাল মাদক বিক্রেতাদের মদের চালান আটক করলে তারা ক্ষিপ্ত হয়ে দেখে নেবে বলে হুমকি দেয়। এর জেরধরে মাদক বিক্রেতা ও মাদকসেবীরা মহিষের উপর এ জঘন্যতম নির্যাতন করেছে বলে তারা ধারনা করছেন।div>

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়