কানাইঘাট নিউজ ডেস্ক:
নেইমারের সমালোচনাকারীদের কড়া জবাব দিয়েছেন সতীর্থ লুইস সুয়ারেজ। গত বুধবার
নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনাকে ৮-০ গোলে হারিয়ে টানা ৬ ম্যাচ পর জয়ের
দেখা পায় বার্সেলোনা।
এর মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্ন শেষ হয়ে যাওয়া ম্যাচটিও।
চারটি গোল করে আর সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করিয়ে দেপোর্তিভোর বিপক্ষে বার্সেলোনার জয়ের নায়ক ছিলেন সুয়ারেজই। আর নেইমার কাটান পাঁচ ম্যাচের গোল-খরা।
এই ব্যাপারে সুয়ারেজ বলেন, 'বিষয়গুলো যখন বাজেভাবে যায়, তখন আমরা সবাই দায় নেই'। গত কিছু দিন একজন ব্যক্তিকেই দোষারোপ করা হয়েছে। কিন্তু এটা ঠিক ছিল না।
আমরা যন্ত্র নই, প্রত্যেক খেলোয়াড়ই বাজে সময়ের মধ্য দিয়ে যায়। এটা কষ্ট দেয় যে, নেইমারকে দোষারোপ করা হয়েছে।
'আমরা যখন জিতছিলাম, তখন কেউ বলেনি যে, নেইমার জিতছিল। … তাকে দোষ দেওয়াটা ন্যায্য ছিল না। কিন্তু একটা বিষয় তার পক্ষে আছে। সে সব সময় লড়াই করে এবং কখনও হাল ছাড়ে না। যোগ করেন সুয়ারেজ।
এর মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্ন শেষ হয়ে যাওয়া ম্যাচটিও।
চারটি গোল করে আর সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করিয়ে দেপোর্তিভোর বিপক্ষে বার্সেলোনার জয়ের নায়ক ছিলেন সুয়ারেজই। আর নেইমার কাটান পাঁচ ম্যাচের গোল-খরা।
এই ব্যাপারে সুয়ারেজ বলেন, 'বিষয়গুলো যখন বাজেভাবে যায়, তখন আমরা সবাই দায় নেই'। গত কিছু দিন একজন ব্যক্তিকেই দোষারোপ করা হয়েছে। কিন্তু এটা ঠিক ছিল না।
আমরা যন্ত্র নই, প্রত্যেক খেলোয়াড়ই বাজে সময়ের মধ্য দিয়ে যায়। এটা কষ্ট দেয় যে, নেইমারকে দোষারোপ করা হয়েছে।
'আমরা যখন জিতছিলাম, তখন কেউ বলেনি যে, নেইমার জিতছিল। … তাকে দোষ দেওয়াটা ন্যায্য ছিল না। কিন্তু একটা বিষয় তার পক্ষে আছে। সে সব সময় লড়াই করে এবং কখনও হাল ছাড়ে না। যোগ করেন সুয়ারেজ।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়