Monday, April 18

কানাইঘাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমান প্রচারণা


নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করার লক্ষে ভোটারদের উদ্ধুদ্ভ করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী ভ্রাম্যমান প্রচারনা শুরু হয়েছে। গত দু’দিন ধরে উপজেলার দিঘীরপাড় ও ৫নং বড়চতুল ইউপিতে ভ্রাম্যমান প্রচারনা শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলার ৯টি ইউনিয়নের হাট বাজারে এ ধরনের দিকনির্দেশনা মূলক প্রচারনা অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচন সমন্বয়কারী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানিয়েছেন। সোমবার ৫নং বড়চতুল ইউপির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপে ভাবে হওয়ার লক্ষে ভোটারদের নির্ভয় দিয়ে স্বতস্ফুর্ত ভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করার জন্য ভ্রাম্যমান জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, সিলেট উত্তর সার্কেলের এএসপি ধীরেন্দ্র মহাপাত্র, থানার ওসি হুমায়ুন কবির। এসব পথসভায় নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপে ভাবে অনুষ্ঠিত হবে এমন আশস্থ করেন ভোটারদের। শত শত ভোটারদের উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, কেউ নির্বাচন আচরণ বিধি লংঘন, ভোট কেন্দ্র দখল ও জাল ভোটের চেষ্টা করলে তাদেরকে গুড়িয়ে দেওয়া হবে, গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে। পেশি শক্তি, মাস্তান বাহিনী দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ার উচ্চারন করা হয় ভ্রাম্যমান এসব সভায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়