নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের কৃতি সন্তান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এহসানে এলাহী বলেছেন, একটি এলাকার সার্বিক উন্নয়ন সাধন করতে হলে সবার আগে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষা ছাড়া কোন সমাজের উন্নয়ন সম্ভব নয়। এজন্য সরকারের পাশাপাশি শিক্ষার প্রচার প্রসার ও উন্নয়ন নিজ নিজ এলাকার সমাজ হিতৈষী ও জ্ঞানী গুণী ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার দিক থেকে কানাইঘাট পিছিয়ে ছিল, কিন্তু আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সে শূন্যতা পূরণ করে এগিয়ে যাচ্ছে।
যুক্তরাজ্য প্রবাসী বড়বন্দ দালানবাড়ী গ্রাম নিবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র সিরাজুল হকের উদ্যোগে হাজী মামদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও তাকে দেয়া নাগরিক সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন।প্রবাসীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সুদূর প্রবাসে থাকার পরও নিজ এলাকার শিক্ষার উন্নয়নে তিনি যে মহতী উদ্যোগ নিয়েছেন তা সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী আব্দুশ শাকুরের সভাপতিত্বে ও সাবেক ছাতনেতা হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, সিলেট এমসি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট শাখার সভাপতি জার উল্লাহ, চিত্রশিল্পী ভানু লাল দাস। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ আজাদ উজ্জ্বল। গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হক, আব্দুল হান্নান, আনফর আলী কুটি, এডভোকেট আব্দুর রহিম, হাজী ফরিদ আহমদ, আব্দুল খালিক ভেড়া, আনোয়ারুল হক, আব্দুল জলিল, জালাল উদ্দিন, আব্দুল হক, হাজী নছির আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এহসানে এলাহী স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তÍর স্থাপন করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়