Friday, April 29

শাহরুখের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা!


কানাইঘাট নিউজ ডেস্ক: শাহরুখ খানের ‘রইস’ ছবি নিয়ে যখন চারদিকে আলোচনা-উত্তেজনা-শোরগোল, ঠিক সে সময়ে বলিউড বাদশার জন্য একটি খারাপ সংবাদ এলো।আর সেটি হচ্ছে- তাঁর বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা। মন হচ্ছে-রইস ছবিটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মনে তা পিছিয়ে যাচ্ছে। সে যাই হোক প্রাক্তন গ্যাংস্টারের ছেলে শাহরুখের বিরুদ্ধে ১০১ কোটি টাকার মানহানির মামলার খবরটি এখন রইস ছবির মুক্তির বিষয়টিকে আড়াল করে ফেলেছে । শাহরুখ খানের পরবর্তী ছবি ‘রইস’ একটি বায়োপিক বলা যায়। শোনা যাচ্ছে, ছবির মূল চরিত্রটি গ্যাংস্টার আবদুল লতিফকে মাথায় রেখেই তৈরি করা। এছাড়া ছবির গল্প লতিফের জীবনের উপর ভিত্তি করেই লেখা হয়েছে। সেই আবদুল লতিফের ছেলে, মুস্তাক আহমেদ হঠাৎ মানহানির মামলা করে বসেছেন শাহরুখ খানের বিরুদ্ধে। তাও আবার ১০১ কোটি টাকার মামলা। মুস্তাকের বক্তব্য, ছবিতে তাঁর বাবার ‘ইমেজ’কে কলুষিত করা হয়েছে, বিশেষ করে ছবির দ্বিতীয় অর্ধে। মুস্তাকের দাবি, এতে তাঁর পরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং তার মূল্য চোকাতে হবে শাহরুখ খানকে। এই নিয়ে রেড চিলিজ এনটারটেনমেন্টের পক্ষ থেকে জবাবি বিবৃতি ফাইল করা হবে ১১ মে। তাই আদালতের রায় জানতে এখন অনেক দেরি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়