ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় আওয়ামী লীগের প্রার্থীর
ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিএনপির প্রার্থীসহ আটজনকে
গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. আতিয়ার রহমান (৫৫) বাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মতিয়ার রহমানের বড় ভাই। আগামী ৭ মে এ ইউনিয়নে ভোট হওয়ার কথা রয়েছে।
মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের রায়যাদবপুরে এ ঘটনা ঘটে।
ওসি বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাঘাট বাজারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের সামনে দিয়ে বিএনপি প্রার্থীর সমর্থকরা কয়েক দফা মিছিল করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
“রাত সাড়ে ১০টার দিকে বিএনপির প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা করে এবং কর্মীদের এলোপাতাড়ি কোপানো শুরু করে। এ সময় আতিয়ারসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।”
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে সেখানে আতিয়ারের মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি জানান, “এ ঘটনায় বিএনপির প্রার্থী আব্দুর রহিমসহ আটজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।”
নিহত মো. আতিয়ার রহমান (৫৫) বাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মতিয়ার রহমানের বড় ভাই। আগামী ৭ মে এ ইউনিয়নে ভোট হওয়ার কথা রয়েছে।
মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের রায়যাদবপুরে এ ঘটনা ঘটে।
ওসি বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাঘাট বাজারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের সামনে দিয়ে বিএনপি প্রার্থীর সমর্থকরা কয়েক দফা মিছিল করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
“রাত সাড়ে ১০টার দিকে বিএনপির প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা করে এবং কর্মীদের এলোপাতাড়ি কোপানো শুরু করে। এ সময় আতিয়ারসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।”
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে সেখানে আতিয়ারের মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি জানান, “এ ঘটনায় বিএনপির প্রার্থী আব্দুর রহিমসহ আটজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।”
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়