Friday, April 1

সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় রুখে দাঁড়াতে হবে: মন্ত্রী

সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় রুখে দাঁড়াতে হবে: মন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংখ্যালঘুরা নির্যাতিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে বসে থাকবেন, এটা ভাবার কোনো কারণ নেই। সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা জাতির অস্তিত্ব রক্ষা। তাদের অস্তিত্ব বিপন্ন করে আমিও নিরাপদ থাকবো, তা হতে পারে না।

শুক্রবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়