কানাইঘাট নিউজ ডেস্ক:
বেণী বাঁধা ৫৫ ফুট লম্বা চুল! দোতলা থেকে একতলায় ঝুলছে! ওজনে ৩ টন! নাম আশা ম্যান্ডেলা। আর তার এই চুলের টানেই কিনা ধরা দিলেন হেয়ারড্রেসার স্বামী এম্যানুয়েল!
আশা ম্যান্ডেলাকে সবাই কাছে রাস্তা রাপুনজেল নামে পরিচিত। ত্রিনিদাদ ও টোবাগোয় জন্ম নেওয়া আশা এখন আমেরিকান নাগরিক। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অনলাইন তার চুলের ছবি প্রকাশিত হওয়ার পর তার সাথে যোগাযোগের চেষ্টা করেন এম্যানুয়েল চেগ। পেশায় হেয়ারড্রেসার। চুলের টানেই তিনি আশার কাছে ধরা দেন।
নিজের হাতেই এম্যানুয়েল আশার চুলের পরিচর্যা করেন। কিন্তু, এত লম্বা চুলের পরিচর্যা কি আর যেমন তেমন করে করলে হয়? পাক্কা দু'দিন লাগে চুল ধুয়ে শুকাতে। ইতিমধ্যেই গিনেস বুকে নাম উঠেছে রাস্তা রাপুনজেলের। স্ত্রীর চুলের ‘গর্বে গর্বিত’ স্বামী এম্যানুয়েলও।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়