Monday, April 11

কানাইঘাটে দলীয় সমর্থিত প্রার্থীদের প্রচারনায় বিএনপির নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচনী মাঠে গণসংযোগ ও কর্মী সমাবেশ শুরু করেছে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার থেকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারনা শুরু করেছেন। প্রথম দিনের প্রচারনায় ১নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শমসের আলম, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল আহমদ ও ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপির দলীয় চেয়ারম্যান প্রার্থী আলতাফ উদ্দিনের ধানেরশীষ প্রতীকের সমর্থনে পৃথক গণসংযোগ ও কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার শরিফুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল, বিএনপি নেতা বখতিয়ার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খছরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক কাউছার বাঙালি, ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন, ছাত্রদল নেতা জাকির হোসেন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগ ও নির্বাচনী কর্মী সমাবেশে দলীয় সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন জানান ধানের শীষ প্রতীকের সমর্থনে বিএনপি নেতৃবৃন্দ প্রচারনা শুরু করেছেন, পর্যায়ক্রমে ৯টি ইউনিয়নে দলীয় সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারনা চলবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়