Monday, April 25

সুনামগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


সিলেট, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬ :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। রবিবার রাত ৮টায় বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ইসলাম উদ্দিন (২৮) লাউড়েরগড় গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বড় ভাই ইসলাম উদ্দিনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে জসিম উদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইসলামকে দা দিয়ে কুপিয়ে আহত করেন জসিম। সুনামগঞ্জ সদর হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়