Monday, April 18

ইউপি নির্বাচন: কানাইঘাটে আওয়ামী লীগের ৮ বিদ্রোহী বহিষ্কার


সিলেট, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় কানাইঘাটের বিভিন্ন ইউনিয়নে মোট ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, দলের নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহি®কৃতরা হচ্ছেন কানাইঘাট উপজেলার কানাইঘাট সদর ইউনিয়নের প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের আব্দুল মহিন চৌধুরী, লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ফারুক আহমদ চৌধুরী, লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের আলাউদ্দিন মড়াই, ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের জালাল আহমদ, রাজাগঞ্জ ইউনিয়নে ৩ প্রার্থী শায়েস্তা মিয়া, তারেক হাসান, রাধিকা রঞ্জন নাথ। সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়