Sunday, April 17

কানাইঘাটে ১৮ প্রার্থীকে ২৭ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের মাঠের লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে। নির্বাচন আচরণ বিধি লংঘন করে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা মিছিল সমাবেশ এবং প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে বিদ্বেষ ও উত্তেজনা পূর্ণ মাইকিং করে যাচ্ছে। ২৩ এপ্রিলের নির্বাচন অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কমকর্তা ও প্রধান নির্বাচন সমন্বয়কারী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন। ইতিমধ্যে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে মাঠ পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে ১৮ জন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সতর্ক করে মোবাইল কোর্টের মাধ্যমে মামলা দায়ের করে ২৭ হাজার ৩ শত টাকা নগদ জরিমানা করা হয়েছে বলে তিনি জানান। এদিকে ,সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলে উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন এবং সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা সহ নির্বাচনে দায়িত্বরত প্রশাসনিক ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহীনির কর্মকর্তা উপস্থিত থাকবেন। সভায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়