নিজস্ব প্রতিবেদক:
বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়াই গত শনিবার অনুষ্ঠিত কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফুর্ত। ভোটকেন্দ্রে পরুষ ভোটারদের চাইতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। উপজেলার ৯টি ইউপির নির্বাচনে বেসরকারী ফলাফলে ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী হয়েছে ৪টিতে, বিএনপি বিদ্রোহী সহ ২টি এবং ৩ টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বেসরকারীভাবে ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ ফয়াজ উদ্দি (ঘোড়া) প্রতীক নিয়ে ৪০৯৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ বিদ্রোহী আলা উদ্দিন (আনারস) ৩২১১টি ভোট পেয়েছেন। ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপিতে আওয়ামীলীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মি. জেমস্ লিও ফারগুসন নানকা (নৌকা) প্রতীক নিয়ে ৩৪৬১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট আব্দুর রহিম (লাঙ্গল) ৩২৪৪টি ভোট পেয়েছেন। ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপিতে আওয়ামীলীগ প্রার্থী আলী হোসেন কাজল (নৌকা) প্রতীক নিয়ে ৪১৮৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলতাফ উদ্দিন (ধানের শীষ) ৩১০৭টি ভোট পেয়েছেন। ৪নং সাতবাঁক ইউপিতে মস্তাক আহমদ পলাশ (নৌকা) প্রতীক নিয়ে ২৯৩২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফয়জুল ইসলাম (চশমা) প্রতীক নিয়ে ২২৩৯টি ভোট পেয়েছেন। ৫নং বড়চতুল ইউপিতে স্বতন্ত্র মাও. আবুল হোসেন (চশমা) ৩৫২২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালিক (ধানের শীষ) ২২৮০টি ভোট পেয়েছেন। ৬নং সদর ইউপিতে মামুন রশিদ (ধানের শীষ) প্রতীক নিয়ে ৩৮১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম (মোটর সাইকেল) ৩২৭০টি ভোট পেয়েছেন। ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপিতে মাসুদ আহমদ (নৌকা) প্রতীক নিয়ে ৩৪৪৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন (ধানের শীষ) ২৮৬৫টি ভোট পেয়েছেন। ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপিতে বিএনপির বিদ্রোহী আব্বাস উদ্দিন (টেলিফোন) ২৯৭৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হারুন আহমদ (ঘোড়া) ২৮৪৯টি ভোট পেয়েছেন। ৯নং রাজাগঞ্জ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ফখরুল ইসলাম (চশমা) প্রতীক নিয়ে ২৮৪৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামছুল ইসলাম (খেজুরগাছ) ২৩৪৯টি ভোট পেয়েছেন
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়