Sunday, March 27

আওয়ামী লীগ ছাড়া উন্নয়ন অসম্ভব: এলজিআরডি মন্ত্রী


কুমিল্লা: আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি মন্ত্রী) খন্দকার মোশাররফ হোসেন। রবিবার দুপুরে কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন ছাড়া যেমন দেশের উন্নয়ন সম্ভব নয়, তেমনি আওয়ামী লীগ ছাড়া এই বাংলার উন্নয়ন অসম্ভব। বি্এনপির জাতীয় সম্মেলনে খালেদা জিয়ার ‘রূপকল্প-২০৩০’ ঘোষণা সম্পর্কে এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ঘোষণা দেন। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০৩০ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ে পরিণত করার ঘোষণা দেন। এখানেই তিনি ১০ বছরে পিছিয়ে আছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ আরো বলেন, খালেদা জিয়া বাঙালি জাতিকে সব সময় এভাবেই পিছিয়ে রাখতে চান। আর বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মুনতাকিম আশরাফ টিটু, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ড. প্রশান্ত কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ওয়ালি উল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়