Thursday, March 31

সেই কোহলি দৃঢ়তায় ভারতের সংগ্রহ ১৯২


কানাইঘাট নিউজ ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে স্বাগতিক ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১ বল খেলে অপরাজিত ৮২ রান করা বিরাট কোহলি আজও স্বমহিমায় জ্বলে উঠেছেন। আজ ব্যক্তিগত এক রানে জীবন পেয়ে ইনিংস শেষে ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন কোহলি। এছাড়া রোহিত শর্মা ৪৩, অজিঙ্কা রাহানে ৪০ ও মহেন্দ্র সিং ধোনি ১৫* রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে স্যামুয়েল বাদরি ১টি ও আন্দ্রে রাসেল ১টি করে উইকেট নেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন ইনিংসের অষ্টম ওভারে স্যামুয়েল বাদরির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ওপেনার রোহিত শর্মা। ১৬তম ওভারে আন্দ্রে রাসেলের বলে ডাওয়েন ব্রাভোর হাতে ধরা পড়েন অপর ওপেনার অজিঙ্কা রাহানে। গতকাল প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল। ভারত একাদশ: রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), মনিশ পান্ডে, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, জ্যাসপ্রীত বুমরা, আশিস নেহরা। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জনসন চার্লস, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), ডাওয়েন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, স্যামুয়েল বাদরি, সুলেমান বেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়