Thursday, March 3

প্রতি আইফোন ৬ প্লাসে অ্যাপলের মুনাফা ৩০০%


তথ্য প্রযুক্তি ডেস্ক: প্রতিটি আইফোন ৬ প্লাস থেকে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের মুনাফা হয় ৩০০ শতাংশ। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা ও বিশ্লেষক সংস্থা আইএইচএস টেকনোলজির এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সঞ্চয় ভেঙে, ঋণ নিয়ে, এমনকি কিডনি বেচেও স্বপ্নের আইফোন কিনতে মরিয়া অনেকেই।অথচ সেই সাধের আইফোনের জন্যই তাকে অ্যাপলকে দিতে হচ্ছে অতিরিক্ত ৩০০ শতাংশ মুনাফা। আইএইচএস টেকনোলজির করা সমীক্ষায় দেখা যায়, বিক্রিত মোট মূল্যের অন্তত এক-তৃতীয়াংশ কম খরচে আইফোন তৈরি করে অ্যাপল। অর্থাৎ ফোনপিছু ৩০০ শতাংশ মুনাফা করে সংস্থাটি। তবে আইফোন বিক্রি করে বিশাল মুনাফা করলেও অ্যাপল তার কর্মীদের পেছনে মোটেই খুব বেশি অর্থ ব্যয় করে না বলে আইএইচএসের সমীক্ষায় দেখা যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়