Thursday, March 10

কানাইঘাটে ভেজালবিরোধী অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলা সদরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৩টি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানকালে রূপসী বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, পানসী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও পাঁচভাই রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব রেস্টুরেন্টের বিরুদ্ধে তরকারিতে বিষাক্ত রং মেশানো ও নোঙরা পরিবেশের খাবার তৈরি এবং পরিবেশনের অভিযোগে ওই জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন কানাইঘাট উপজেলা সেনিটারি ইন্সপেক্টর আবুল কালাম ও কানাইঘাট থানা পুলিশের একটি দল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়