ঢাকা: জাসদের কাউন্সিল বাতিল করে পুনরায় কাউন্সিল চাইলেন জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
বৃহস্পতিবার বিকালে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি হাসানুল হক ইনু-শিরিন আখতারের অংশের প্রতি এই আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি বলেন, জাসদ করব।
আমাদের সংগঠনের মুল সমস্যা গণতান্ত্রিক পদ্ধতিতে না চলা। আমরা সকলেই চাই জাসদ এক থাক। এজন্য সবার মিলিত চেষ্টায় পুনরায় কাউন্সিল অধিবেশন চাই।
উল্লেখ, দীর্ঘ ছয় বছর পর গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পর দিন মহানগর নাট্যমঞ্চে দ্বিতীয় অধিবেশন হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এর পর ইনুপন্থীরা সাধারণ সম্পাদক হিসেবে শিরিন আখতারের নাম ঘোষণা করেন। অন্যপক্ষ সম্পাদক করেন নাজমুল হক প্রধানের নাম। এ পদ নিয়ে বিতর্কের এক পর্যায়ে সম্মেলনস্থল ত্যাগ করেন তারা।
এরপর রাত দশটার দিকে জাতীয় প্রেসক্লাবে শরিফ নুরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈনুদ্দিন খান বাদলকে কার্যকরী সভাপতি ঘোষণা করে এ পক্ষটি।
হাসানুল হক ইনু পক্ষের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শিরিন আখতার। কার্যকরী সভাপতি রবিউল আলম।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়