Thursday, March 3

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

কানাইঘাট নিউজ ডেস্ক: দলের সিনিয়র নেতাদের নিয়ে বুধবার রাতে হঠাৎ বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত থাকা দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘এটা ছিল আমাদের আনুষ্ঠানিক বৈঠক।’

কাউন্সিল, ভেন্যু চূড়ান্তকরণসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপরাসনের উপদেষ্টা খন্দকার মাহাবুব হোসেন, এজেডএম জাহিদ হোনে, এম ওসমান ফারুক, রুহুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়