ঢাকা: এশিয়া কাপে বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সংযুক্ত আরব আমিরাত। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫.৫ ওভারে ৬ উইকট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে আমিরাত।
ইনিংসের তৃতীয় ওভারে বোলার ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন স্বপ্নিল পাতিল (১)। চতুর্থ ওভারে জ্যাসপ্রীত বুমরার বলে সুরেশ রায়নার হাতে ধরা পড়েন মোহাম্মদ শাহজাদ (০)।
নবম ওভারে হার্দিক পান্ডের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ হন রোহান মুস্তফা (১১)। ১৩তম ওভারে পাওয়ান নেগির বলে হরবজন সিংয়ের হাতে ধরা পড়েন মুহাম্মদ উসমান (৯)।
১৪তম ওভারে হরবজন সিংয়ের বলে পাওয়ান নেগির হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক আমজাদ জাভেদে ()।
ভারতীয় একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। আজ প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছেন পাওয়ান নেগি। রবীন্দ্র জাদেজার জায়গা তাকে খেলানো হচ্ছে। রবীচন্দ্রন অশ্বিনের জায়গায় আজ একাদশে নেয়া হয়েছে হরভজন সিংকে। আর আশিস নেহরার জায়গায় নেয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে।
ভারত ইতোমধ্যে তিনটি ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। আর সংযুক্ত আরব আমিরাতের আজ শেষ ম্যাচ। এর আগে তারা একটিতেও জয় পায়নি।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: রোহান মুস্তফা, মুহাম্মদ কলিম, মোহাম্মদ শাহজাদ, শাইমন আনোয়ার, মুহাম্মদ উসমান, আমজাদ জাভেদ (অধিনায়ক), মোহাম্মদ নাভিদ, স্বপ্নিল পাতিল (উইকেটরক্ষক), কাদির আহমেদ, ফাহাদ তারিক, আহমেদ রাজা।
ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, হার্দিক পান্ডে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), পাওয়ান নেগি, হরবজন সিং, ভুবনেশ্বর কুমার, জ্যাসপ্রীত বুমরা।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়