কানাইঘাট নিউজ ডেস্ক: এক বলে
২০ রান! এমন অসম্ভবকে সম্ভব করার কথা হয়তো ব্যাটসম্যান নিজেও ভাবেননি। অথচ
সেটাই হয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লীগ বিগ ব্যাশে।
২০১২ সালে ‘হবার্ট হারিকেনস’ ও ‘মেলবোর্ন স্টারস’ এর মধ্যকার ম্যাচটিতে বোলার ক্লিন্ট ম্যাককেকে বিধ্বস্ত করেছিলেন ব্যাটসম্যান ট্রাভিস বার্ট।
ম্যাককের ওভারের চতুর্থ বলে একটি ছক্কা হাকান ট্রাভিস। এর পরের বল নো। সেই বলেও ছক্কা। এরপরে আবার নো। সেই বলও সীমানা পেরিয়ে হলো ছয়।
ব্যাটসম্যানের এই কীর্তি দেখে বোলার ম্যাককের তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না।
২০১২ সালে ‘হবার্ট হারিকেনস’ ও ‘মেলবোর্ন স্টারস’ এর মধ্যকার ম্যাচটিতে বোলার ক্লিন্ট ম্যাককেকে বিধ্বস্ত করেছিলেন ব্যাটসম্যান ট্রাভিস বার্ট।
ম্যাককের ওভারের চতুর্থ বলে একটি ছক্কা হাকান ট্রাভিস। এর পরের বল নো। সেই বলেও ছক্কা। এরপরে আবার নো। সেই বলও সীমানা পেরিয়ে হলো ছয়।
ব্যাটসম্যানের এই কীর্তি দেখে বোলার ম্যাককের তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়