Thursday, March 3

ছোটদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য বর্তমান সরকার নানা ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে কোমলমতি শিক্ষার্থীদের পরিপূর্ণ ভাবে আগামী দিনের সু-নাগরিক হিসাবে গড়ে তুলার জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং তাদের শারীরিক ও মানসিক ভাবে গড়ে তোলার জন্য খেলাধূলা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ও শত শত প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন সহ পাঠদানে নিয়োজিত শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে। তিনি কোমলমতি শিক্ষার্থীদের মমতাবোধ ও স্নেহশীল আচরনের মাধ্যমে পাঠদান এবং প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। মাসুক উদ্দিন আহমদ বৃহস্পতিবার সকাল ১১টায় ঐতিহ্যবাহী কানাইঘাট ছোটদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সমাজসেবী আব্দুল হাইর সভাপতিত্বে এবং ছাত্রনেতা এহসান রানার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ এস.এম মঞ্জুর আহমদ, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, অবসর প্রাপ্ত শিক্ষক সংবর্ধিত আমিনুর রহমান, আব্দুল ওয়াহিদ, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা হেলাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, ছোটদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল করিম, মাস্টার লুৎফুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্রনেতা আহমেদুল কবির মান্না, যুবনেতা শহিদুর রহমান, আব্দুল মুমিন মনি, শাহেদুর রহমান প্রমুখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীদের উপস্থিতিতে এলাকাবাসী প্রধান অতিথি মাসুক উদ্দিন আহমদকে স্কুলের বিরাজমান নানা সমস্যা এবং নদী ভাঙ্গন থেকে স্কুলকে রক্ষা এবং এলাকার মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তা বোরহান উদ্দিন সড়ক থেকে স্কুল পর্যন্ত পাকা রাস্তাটি সংস্কারের জন্য তাদের দাবী ধাওয়া তুলে ধরলে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করে এ ব্যাপারে কার্যকরি ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়