Sunday, March 27

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে পালমিরা


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে দিয়ে ফের প্রাচীন নগরী পালমিরা পুনর্দখল করেছে সিরিয়ার সরকারি বাহিনী। রুশ বাহিনীর সহায়তায় সিরীয় সেনারা পালমিরা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এদিকে মার্কিন অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড আবদুল রহমান মুস্তফা আল কাদুলি নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, রোমান আমলের ধ্বংসাবশেষের পশ্চিম দিকের একটি পাহাড়ের উপর পুনর্নির্মিত ১৩শ’ শতকের একটি দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। গত বছরের মে মাসে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা ও সংলগ্ন আধুনিক শহরটি দখল করেছিল আইএস। সরকারপন্থী আল মায়াদ্বিন টেলিভিশন জানিয়েছে, দেড়শ মিটার উঁচু একটি পাহাড়ের ওপর অবস্থিত দুর্গটি থেকে পুরো প্রাচীন রোমান নগরীটি নজরে পড়ে। কৌশলগতভাবে এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়