Thursday, March 3

অবশেষে আফ্রিদিদের পাশে দাঁড়ালেন ইমরান খান

অবশেষে আফ্রিদিদের পাশে দাঁড়ালেন ইমরান খান

কানাইঘাট নিউজ ডেস্ক: এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। আফ্রিদিকেও তুলোধুনো করছেন সমর্থকরা। কোচ-খেলোয়াড় কেউ বাদ যায়নি সমালোচনার তীর থেকে।

কেউ কেউ পাকিস্তান ক্রিকেটের গায়েবানা জানাজা আদায় করেছেন। কুশপুতুলদাহ হচ্ছে কোথাও কোথাও। তবে এমন মুহূর্তে আফ্রিদিদেরকে সান্ত্বনার বাণী শোনালেন পাকিস্তানের সাবেক কিংবদন্তী ক্রিকেটার ইমরান খান।

১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক ইমরান খান এক টুইটার বার্তায় লিখেছেন, 'বোঝা যাচ্ছে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ থেকে পাকিস্তান দল বাজেভাবে বিদায় নেয়ায় দলটির সমর্থকেরা অনেক রাগান্বিত'। কিন্তু আমাদের দেশের প্রতিভার কোনো ঘাটতি নাই।

এক্ষেত্রে প্রতিভার বিকাশে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) মেধার ভিত্তিতে নিয়োগের পরামর্শ দিয়েছেন। তিনি লেখেন, 'যদি পিসিবিকে একটি মেধাভিত্তিক প্রতিষ্ঠান করা যায়, এর প্রধানকেও শুধু মেধার ভিত্তিতে নেয়া হয়, তবে প্রতিভার বিকাশ হবে'।

তিনি হতাশা ব্যক্ত করে বলেন, 'শরীফের পক্ষে কাজ করার পুরস্কার হিসেবে যদি সব সংস্থার প্রধান নিয়োগ করা হয়, তবে কিভাবে পিসিবি প্রধান নিয়োগে মেধার মূল্যায়ন প্রত্যাশা করতে পারি'।

উল্লেখ্য, বাংলাদেশের কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। শেষ ম্যাচে আগামী চার মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান, যা হবে ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ। অন্যদিকে ছয় মার্চ ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়