Thursday, March 31

অবসর সময় কাটাচ্ছেন নায়িকা রত্না

অবসর সময় কাটাচ্ছেন নায়িকা রত্না

কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে দর্শকপ্রিয় নায়িকা রত্না। এই মুহুর্তে তার হাতে কোন ছবি নেই। দীর্ঘদিন ধরেই বেকার সময় কাটাচ্ছেন তিনি। হাতে ছবি নেই তাই হয়তো একটু বিরতি নিচ্ছেন রত্না। ছয় মাস কাজ করবেন না কোন নতুন ছবিতে।

তবে রত্নার দাবী, তার হাতে অনেক ছবিতে কাজের অফার আছে। কিন্তু লেখাপড়ার ব্যস্ততা ও কিছুদিনের জন্য দেশের বাইরে কাটাবেন বলেই ছয় মাস নতুন কোনো চলচ্চিত্রে কাজ করবেন না।

মূলত এলএলবির লেখাপড়ার জন্য আপাতত ছয় মাস অভিনয় থেকে দূরে থাকছেন নায়িকা রত্না। এখন পর্যন্ত নায়িকা রত্না অর্ধশতাধিক ছবিতে অভিনয় করলেও নায়িকা হিসেবে খুব একটা সফলতা পাননি।

তবে তিনি তার ক্যারিয়ারের প্রথম ছবি কাজী হায়াতের পরিচালনায় 'ইতিহাস'-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। ছবিতে তার নায়ক ছিলেন কাজী মারুফ। ছবির 'তুমি কই তুমি কই, তোমার বুকের মধ্যে খানে' গানটি ছিল মানুষের মুখে মুখে।

বিরতি কাঁটিয়ে রত্না আবারো অভিনয়ে মনোযোগী হবেন সেই প্রত্যাশা সকলের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়