Wednesday, March 9

কানাইঘাটে ব্যাংকের শাখা স্থানান্তর নিয়ে ফের ফুসে উঠেছেন এলাকাবাসী


নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংক কানাইঘাট গাছবাড়ী বাজার শাখা অন্যত্র স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে আবারো ফুঁশে উঠেছেন ব্যাংকের শত শত গ্রাহক, বাজারের ব্যবসায়ী ও প্রবাসী অধ্যুসিত এলাকার সর্বস্তরের লোকজন। ব্যাংকের গ্রাহক ও বাজার ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ অমান্য করে অগ্রণী ব্যাংকের শাখা অন্যত্র স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে বুধবার বাদ মাগরিব গাছবাড়ী উত্তর বাজার মাঠে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭নং বানীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত থেকে এলাকাবাসীর সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, সিলেট সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ছাব্বির আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল হান্নান, হাজী আমান উল্লাহ, হাজী আমির আলী, শাহাব উদ্দিন, সালেহ আহমদ, ইসলাম উদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর আহমদ, সহ সভাপতি ইজ্জত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক আক্তার হোসেন প্রমুখ। ব্যাংকের শত শত গ্রাহক ও হাজারো মানুষের উপস্থিতিতে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এলাকাবাসী বহু আবেদনের প্রেক্ষিতে প্রবাসী অধ্যুষিত এলাকা গাছবাড়ী বাজার ফারুক মার্কেটে অগ্রণী ব্যাংকের শাখা করা হয়। বাজারের জনবহুল এলাকায় অবস্থিত সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও ব্যাংকের কিছু কর্মকর্তা শাখাটি অন্যন্ত্র স্থানান্তরের বহু চেষ্টা পূর্বে কয়েকবার করেন। কিন্তু ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী ও এলাকাবাসীর বাঁধার কারনে তা সম্ভব হয়নি। কিন্তু সম্প্রতি অত্যন্ত গোপনে শাখাটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ তাদের এ মতামত পরিবর্তন না করলে এলাকাবাসী যে কোন ধরনের কর্মসূচী গ্রহণ করবে। এতে কোন ধরনের অনাকাংখিত ঘটনা ঘটলে ব্যাংক কর্তৃপক্ষ দায়ী থাকবেন। শাখা স্থানান্তর না করে এলাকাবাসী দাবীর সাথে একাত্মতা পোষণ করার জন্য ব্যাংকর উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়