Wednesday, March 2

কানাইঘাট ফাটাহিজল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌরসভার ফাটাহিজল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমসের আলম শাহীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিলন কান্তি দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন মাহবুব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী,সাধারণ সম্পাদক ইকবাল আহমদ,কানাইঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলার আবিদুর রহমান,বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ফয়েজ আহমদ,সদস্য ছয়ফুল আলম,কানাইঘাট নিউজ ডট কম এর সম্পাদক মাহবুবুর রশিদ,শিক্ষক নুরুল ইসলাম,বদরুল আলম,নুরুন নাহার। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভশির উদ্দিন,দেলোয়ার চৌধূরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়