কানাইঘাট নিউজ ডেস্ক::
জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ ও মডেল-অভিনেত্রী সুজানা জাফর এবার একসাথে কাজ
করলেন। টেলিফিল্মটির নাম 'চট্টো মেট্রো'। এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।
টেলিফিল্মটিতে তৌকির-সুজানা ছাড়াও আরো অভিনয় করেছেন অভিনেত্রী প্রভা।
এ প্রসঙ্গে সুজানা বলেন, তৌকির ভাই অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। তার নির্মাণেও মুন্সিয়ানা রয়েছে। এবারই তার সঙ্গে একসঙ্গে কাজ করেছি।
এটি একেবারে রোমান্টিক একটি টেলিফিল্ম। চিটাগাং শুটিংয়ের সময় খুব ইনজয় করেছি 'চট্টো মেট্রো' কাজটিতে। আশা করি টেলিফিল্মটি দর্শকদের কাছেও ভালো লাগবে।'
নির্মাতা সূত্রে জানা গেছে, 'চট্টো মেট্রো' টেলিফিল্মটির দৃশ্যধারণ শেষ, এখন চলছে সম্পাদনার কাজ। শিগগিরই এটি প্রচারে আসবে বলেও জানান নির্মাতা সকাল আহমেদ।
টেলিফিল্মটিতে তৌকির-সুজানা ছাড়াও আরো অভিনয় করেছেন অভিনেত্রী প্রভা।
এ প্রসঙ্গে সুজানা বলেন, তৌকির ভাই অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। তার নির্মাণেও মুন্সিয়ানা রয়েছে। এবারই তার সঙ্গে একসঙ্গে কাজ করেছি।
এটি একেবারে রোমান্টিক একটি টেলিফিল্ম। চিটাগাং শুটিংয়ের সময় খুব ইনজয় করেছি 'চট্টো মেট্রো' কাজটিতে। আশা করি টেলিফিল্মটি দর্শকদের কাছেও ভালো লাগবে।'
নির্মাতা সূত্রে জানা গেছে, 'চট্টো মেট্রো' টেলিফিল্মটির দৃশ্যধারণ শেষ, এখন চলছে সম্পাদনার কাজ। শিগগিরই এটি প্রচারে আসবে বলেও জানান নির্মাতা সকাল আহমেদ।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়