Thursday, March 31

সিলেট আসার দুই দিন পর বাসায় গেলেন আরিফ


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বহিষ্কৃত) আরিফুল হক চৌধুরী সিলেট আসার দুই দিন পর নিজ বাসায় গিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর কুমারপাড়াস্থ বাসায় গেছেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করেছে। সূত্র মতে, গত মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেট আসেন কারামুক্ত মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তিনি বাসায় না গিয়ে নগরীর মাউন্ড এডোরা হাসাপাতালে তার অসুস্থ মা আমেনা খাতুনকে দেখতে যান। মায়ের সঙ্গে সাক্ষত শেষে তিনি মাউন্ড এডোরা হাসপাতালেই চিকিৎসা নেন। গতকাল বুধবার তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়া হত্যা মামলা হাজিরা দিতে সিলেট দ্রæত বিচার আদালতে উপস্থিত হন। পরে তিনি পুনরায় হাসপাতালে চলে যান। সেখানে গিয়ে অসুস্থ মায়ের সঙ্গে যাত্রী যাপন করেন। আজ বুধবার সকালে তিনি পুনরায় সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়া হত্যা মামলা হাজিরা দিতে সিলেট দ্রæত বিচার আদালতে উপস্থিত হন। আদালতে হাজিরা দেওয়ার পর তিনি হাসপাতালে না গিয়ে নগরীর কুমারপাড়াস্থ নিজ বাসায় যান। বাসায় গিয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে মধ্যভোজ শেষ করেন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি বাসায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। প্রসঙ্গত, গত সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন সিসিক মেয়র আরিফ। পরে দলীয় নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের পরমর্শ নেন আরিফ। ডাক্তার তাকে দু’দিনের জন্য ছুটি দেন। সেই প্রেক্ষিতেই গত মঙ্গলবার সকালে তিনি সিলেট আসেন। সিলেটভিউ২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়