Thursday, March 31

ত্যাগী ও নতুনদের অগ্রাধিকার দিতে হবে: যুবলীগ চেয়ারম্যান


ঢাকা: রাজনীতিতে ত্যাগী ও নতুনদের অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সকল ওয়ার্ড ও ইউনিয়ান কমিটির সম্মেল সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে ওমর ফারুক চৌধুরী বলেন, নেতা বানানোর দায়িত্ব নেবেন না, নেতা হবে তার নিজ যোগ্যতায়, ত্যাগী ও নতুনদের অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, দেশের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, রাজনৈতিক দলের ব্যানারে এবং জাতীয় রাজনৈতিক দলের প্রতীকে অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ বাস্তব রূপ পেয়েছে। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাটের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায় প্রমুখ। সভা পরিচালনা করেন মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়