ঢাকা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন একদল শিক্ষার্থী। এ সময় শাহবাগ মোড় সন্নিহিত সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
টিএসসিসহ বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা রবিবার বিকেল পাঁচটার দিকে সড়ক অবরোধ করে সেখানে বসে পড়ে। তারা তনু হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এর আগে তারা টিএসসি ও শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) পারভীন সুলতানা জানান, রবিবার দিনভর নানা কর্মসূচির পর বিকেল পাঁচটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ ওই মোড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তোলা হয়। এরপর সাড়ে পাঁচটার দিকে শিক্ষার্থীরা উঠে গেলে সচল হয় সড়ক।
একই দাবিতে এই শাহবাগ থেকেই সকালের দিকে গণজাগরণ মঞ্চ কুমিল্লার উদ্দেশে রোডমার্চ শুরু করে।
তনু হত্যার প্রতিবাদে রবিবার শুধু ঢাকাতেই নয়; সাভার, ফরিদপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তোলপাড়।
২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার আলিপুরে তনুর মরদেহ উদ্ধার করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঘটনার পাঁচ দিন পর শুক্রবার রাতে এই মামলার তদন্তভার ডিবির ওপর ন্যস্ত করা হয়।
(ঢাকাটাইমস
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়