Thursday, March 3

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে হেল্পলাইন চালু


ঢাকা: নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে টোল ফ্রি হেল্পলাইন চালু করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে টোল ফ্রি হেল্পলাইন ১০৯২১ নম্বরটি চালু রয়েছে। বাংলাদেশের যেকোনো স্থান থেকে টেলিফোন ও মোবাইল ফোনের মাধ্যমে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সহিংসতার শিকার নারী ও শিশু তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সবাইকে দেশে বিদ্যমান সেবা সম্পর্কে এ হেল্পলাইন থেকে প্রয়োজনীয় তথ্য সহায়তা দেয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়