Tuesday, March 1

কানাইঘাট বড়চতুল ইউপি জাপার কর্মী সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৫নং বড়চতুল ইউপি জাতীয়পার্টির কমিটি গঠন উপলক্ষ্যে এক কর্মীসমাবেশ গত সোমবার বিকেল ৫টায় স্থানীয় চতুল বাজারস্থ আল ফারুক মার্কেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রবীন জাপা নেতা ফরিদ আহমদের সভাপতিত্বে ও জাপা নেতা রফিকুল আম্বিয়ার পরিচালনায় উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাপার অন্যতম সদস্য কানাইঘাট উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও কানাইঘাট জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ৫নং বড়চতুল ইউপি নির্বাচনে জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী সমাজসেবী কিউএম ফররুখ আহমদ ফারুক। বক্তব্য রাখেন, জাপা নেতা হারুনুর রশিদ, উসমান গণি মেম্বার, আব্দুন নুর কমান্ডার, ইসরাক আলী, সাবেক মেম্বার আইয়ুব আলী, বিলাল আহমদ, মঈন উদ্দিন, কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম প্রমুখ। কর্মী সমাবেশে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ৫নং বড়চতুল ইউপি জাপার সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মোঃ আব্দুল হাফিজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় পরবর্তীতে দায়িত্বশীল নেতাদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার লক্ষ্যে জেলা জাপার সদস্য শামীম আহমদকে প্রধান সমন্বয়কারী করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি পরবর্তীতে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করে বড়চতুল ইউপি জাপার সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করবেন। কর্মী সমাবেশে কানাইঘাটের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সেলিম উদ্দিনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন কানাইঘাট ৫নং বড়চতুল ইউপি নির্বাচনে জাপা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কিউএম ফররুখ আহমদ ফারুককে নির্বাচিত করার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়