Tuesday, March 1

কানাইঘাটে জমিয়তে উলামা ও তালাবার সমাবেশ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক:জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আমির শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী বলেছেন, দারুল উলূম দেওবন্দের সঠিক আদর্শ বাস্তবায়নে জমিয়তে উলামার বিকল্প নেই। যারা হক্ব ও হক্বানিয়্যাতের কথা বলে, বাতিল শক্তি মওদুদীবাদ জামায়াতের সাথে উঠাবসা করে তারা ইসলামী দল বলে দাবী করতে পারে না। জমিয়তে উলামার আমির আরো বলেন, গোমরা দল জামাতের সংঘ ত্যাগ করে প্রকাশ্যে পত্রিকায় বিবৃতি দিলে আমরা দেশ ও জাতির স্বার্থে হক্কানী আলেম উলামাদের নিয়ে গড়া ইসলামী দলগুলোর সাথে ঐক্য গড়তে পারি। জমিয়তে উলামা প্রকৃত ইসলামী দল দাবী করে দুর্লভপুরী আরো বলেন, প্রচলিত রাজনীতিতে আমরা বিশ্বাসী নয় এবং ইসলামী রাজনীতিরও বিপক্ষে নয়। জমিয়তে উলামার কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আলেম সমাজকে উক্ত সংগঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জমিয়তের আমির আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী মঙ্গলবার বিকেল ২টায় কানাইঘাট পূর্ব বাজারে জমিয়তে উলামা, জমিয়তে তালাবা কানাইঘাট উপজেলা শাখা ও জমিয়তে তালাবা কানাইঘাট পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ইউনিয়ন, ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন উপলক্ষ্যে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। মাও.আব্দুল হক গোবিন্দপুরী ও মাও.হাফিয নজীর আহমদ, মাও.ক্বারী মাসুক আহমদ এর যৌথ সভাপতিত্বে এবং উপজেলা জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাও.ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামার প্রধান উপদেষ্টা দারুল উলূম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামার সহ সভাপতি আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, জমিয়তে উলামার কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নজরুল ইসলাম তোয়াকুলী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাও.মুখলিসুর রহমান রাজাগঞ্জী, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাও.আবুল হোসাইন চতুলী, সিলেট মহানগর কমিটির সভাপতি মাও.তহুরুল হক জকিগঞ্জী, মহানগর জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাও.হাফিয আহমদ সগীর। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়ত নেতা মাও.হাফিয মঈনুদ্দীন, মাও.গোলাম ওয়াহিদ, মাও.হাফিয হারুনুুর রশীদ উজানীপাড়ী, মাও.রুহুল আমিন আসআদী, মাও.কাওসার আহমদ, মাও.আব্দুল জব্বার, মাও.আব্দুস সাত্তার, মাও. লুৎফুর রহমান, মাও.আজমত উল্লাহ, মাও.মঈনুদ্দীন, মাও.আব্দুল মালিক, মাও.খালিদ সাইফুল্লাহ, মাও.শফিকুর রহমান দরবস্তী, মাও.এনামুল হাসান, মাও.নূরুল ইসলাম, মাও. নুরুল ইসলাম নোমানী, মাও.জয়নুল আবেদীন, মাও. নুরুল আলম, মাও.বদরুল ইসলাম আল-ফারুক, মাও.শফিকুল ইসলাম, মাও.তাহির আলী, মাও.হারিছ উদ্দিন, মাও.ইয়াহইয়া শহীদ, মাও.জাকারিয়া, মাও. সা’দ উল্লাহ, মাও.বাহার উদ্দিন, গোলাম মওলা নয়ন, রফি উদ্দিন শাহিন, আসাদ আহমদ, জাকির হোসাইন, জবরুল ইসলাম, তারিকুর রহমান, হা.বদরুল ইসলাম, লিয়াকত আলী হা. ইয়াহইয়া নু’মান আহমদ, কানাইঘাট উপজেলা জমিয়তে তালাবার সাধারণ সম্পাদক মাও.হাফিয ইমদাদুল্লাহ মারযান, জমিয়তে তালাবা কানাইঘাট পৌরশাখার সাধারন সম্পাদক মৌ.রায়হান উদ্দিন, হাফিয মুহাম্মদ বিন সিদ্দিক, মারুফ আল জাকির, জুনাইদ আল-হাবিব, মারুফ আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়