ঢাকাই চলচ্চিত্রে সুদিন বইছে। বর্তমান সময়ের অভিনেতা ও
অভিনেত্রীরা যেকোনো চরিত্রের নিজেদের মানিয়ে নিচ্ছেন। সম্প্রতি হিজড়া
চরিত্রের জন্য নিজেকে শপে দিলেন ‘পোড়া মন’ খ্যাত রোমান্টিক হিরো সাইমন।
আকাশ আচার্যের পরিচালনায় ‘মায়াবিনী’ ছবির মাধ্যমে ভিন্ন রূপে দর্শকদের
সামনে হিজড়া হয়ে সিনে পর্দায় আসছেন এ হিরো। তবে এ ছবিতে শুধু সাইমনই নন;
হিজড়া চরিত্রে আরো অভিনয় করবেন একসময়ের রোমিান্টিক হিরো অমিত হাসান।
ছবির গল্পে অমিত হাসানের মৃত্যুর পর তিনি ভূত হয়ে ভর করেন সাইমনের উপর। তাতেই এ বিপত্তি। চলচ্চিত্রে সাইমনের নায়িকা হচ্ছেন আইরিন।
এ ছাড়া কাজী হায়াত, সিবা শানুসহ আরও অনেকে অভিনয় করেছেন। ভিন্নধারার গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি মুক্তি পাবে এবছর।
ছবির গল্পে অমিত হাসানের মৃত্যুর পর তিনি ভূত হয়ে ভর করেন সাইমনের উপর। তাতেই এ বিপত্তি। চলচ্চিত্রে সাইমনের নায়িকা হচ্ছেন আইরিন।
এ ছাড়া কাজী হায়াত, সিবা শানুসহ আরও অনেকে অভিনয় করেছেন। ভিন্নধারার গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি মুক্তি পাবে এবছর।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়