Saturday, February 27

কানাইঘাটের গোসাইনপুরে তাফসীরুল কুরআন মাহফিল সোমবার


কানাইঘাট উপজেলার সদর ইউপি'র গোসাইনপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে আল-আমিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গোসাইনপুর এর উদ্যোগে আগামী ২৯ ফেব্রুয়ারি সোমবার ৪র্থ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১১টা হতে মধ্যরাত পর্যন্ত চলা মাহফিলের সভাপতিত্ব করবেন জামেয়া দারুল উলূম দারুল হাদীস কানাইঘাটের মুহতামিম হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদ্রীস লক্ষীপুরী,বীরদল মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম ওয়াহিদ,মাওলানা আব্দুশ শাকুর গোসাইনপুরী। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে দেশের নবীন ও প্রবীণ উলামায়েকেরাম তাফসীর পেশ করবেন। তাফসীর মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরিক হওয়ার আহবান জানিয়েছেন আল-আমিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গোসাইনপুর এর সকল সদস্যবৃন্দ।(বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়